ফেলু ওঝার মন্ত্র (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
===============//


লাল কুকুরটা ঢুকছে রাতে
ফেলু ওঝার বাড়ি,
ভাত চুরিতে আটকে গেছে
মাথায় ভাতের হাঁড়ি।


ঘোর বিপদে আতঙ্কে তাই
ছুটছে উঠোন ময়,
ফেলু ওঝা ফিরলো বাড়ি
রাত্রি তখন নয়।


কুকুর টাকে ভাবলো দেখে
প্রাণ বুঝি যায় উড়ে,
যম দুতটা আজ এসেছে
প্রাণটা নিতে কেড়ে।


কাঁপা গলায় করলো কেঁদে
মন্ত্র পড়া শুরু,
রক্ষ মোরে দয়াল বিধি
বাঁচাও আমার গুরু।


কাপড়টা তার ভিজছে যেন
চৈত্র মাসের বানে,
দৌড় লাগালো কুকুরটা যেই
শব্দ গেলো কানে।


ভেঙ্গে গেলো মাথার হাড়ি
ধাক্কা লেগে গাছে,
চাইতে ফেলু এদিক ওদিক
খিলখিলিয়ে হাসে।


*********************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৩/২০২০ইং।