ঘাসফুল
বোরহানুল ইসলাম লিটন
==================৥৥৥


অনাদরে ফুটে হাসে ছোট এক ফুল,
নেইকো সুবাস তার নেই জাত কুল।
নেই মনে অভিলাষ গরবের বুক,
বাতাসে দুলিতে ভরে লঘু আশ সুখ।
রোদ তাপে খুঁজে ফিরে বিধাতার শান,
বাদল ধারায় হাসে চঞ্চলা প্রাণ।
আদরে রাখে নি কেউ সুধা ভরা নাম,
মালা হোক নিবেদনে নেই তার দাম।


ধরণীর বুকে আছে যত ঘাসফুল,
কেউ কভু ভাবে নাকো আমা তার তুল।
প্রেম আশা ভালোবাসা যদি পেত মান,
চারপাশ ভরে যেত সাম্যের গান।
তবু ওরা অনাদর করে চির সাথী,
পদ তলে পার করে অহ আর রাতি।


==================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৬/২০২০ইং।