ঘানির মোষ
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥


বাপ ছিলো মোর জিন্দা যখন
স্বর্গ সুখের প্রাণ,
গল মুখে তাল ছন্দ ছিল
কণ্ঠে মধুর গান।


খুনসুটি খেল দুষ্টুমিতে
কাটতো সদাই কাল,
গড়তো না বেল শুদ্ধ যেদিন
জুটতো না মার গাল।


দিন গেলো মাস অব্দ শেষে
মস্ত আমার মন,
বাপ বিনে মা সংসারে কাজ
ব্যস্তে কাটে ক্ষণ।


চাল চুলা ঘর আপনা ভুবন
মুক্ত স্বাধীন হৃদ,
নেই শুধু আজ পদ চলনে
ছন্দ সুরের গীত।


ক্ষণ কাটে রোজ কর্মতে আর
ঢাকতে নিজের দোষ,
দাম যেন মোর সংসারে মান
ঘান টানা এক মোষ।


=====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/২৮/২০২০ইং।