ঘুমের ঘোরে (রম্য)
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


কাড়ল মাঝি গঞ্জে যাবে
তাই সে উঠে ভোরে,
হেইচ্চো বলে মারলো ঠেলা
নায়ের উপর চড়ে।


পিছলে দু’পা পড়লো হঠাৎ
ভাঙলো তাতে বেশ ক’টা দাঁত


চিৎকারে তাই বললো রে কেউ
তুল না আমায় ধরে!
গাট্টা খেয়ে বুঝলো এ সব
করছে ঘুমের ঘোরে।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৬/২০২১ইং।