গ্রীষ্মের ঝড়
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥


বৃষ্টি এলো ভর দুপুরে
দৃষ্টি উদাস দুরে,
সৃষ্টি হলো মন বিরহ
মিষ্টি স্মৃতির সুরে।


ক্ষুব্ধ হাওয়া দমকা জোরে
ঊর্ধ্বশ্বাসে ছুটে,
শুদ্ধ হলো প্রাক প্রকৃতির
রুদ্ধতাকে লুটে।


ছন্দ তালে ঊর্মি দুলে
গন্ধে মাঠের ক্ষেতে,
অন্ধ হলো মেঘগুলো সব
দ্বন্দ্বে চলে মেতে।


জ্যান্ততে ক্ষণ চলছিল বেশ
ক্ষান্ত হলো হেসে,
অন্তে কেড়ে রুক্ষতা সব
শান্ত সবুজ বেশে।


লগ্নটা শেষ গ্রীষ্ম কালের
নগ্নতার এক রূপে,
ভগ্নতাকে দেখবারে মন
মগ্ন ছিলো চুপে।


====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৮/২০২০ই।