গড়বো একটা পূর্ণ শশী!
[email protected]@@
নিভৃতে আকাঙ্ক্ষা চষি
গড়বো একটা পূর্ণ শশী
সামর্থ্য যাচি গো ডেকে কৃপাশীল রব,
বিশ্বাসে সৃজিব পথ
হলেও, রুগ্ন এ রথ
কিংবা তাতে ধ্বংস হলে চঞ্চলা বৈভব।
তারপর আসুক না সেই উগ্র যামী!
ছোট্ট এ তরণী বেয়ে চলে যাবো আমি।
দেখো তুমি অন্তর্যামী! চেয়ে দূরে বসি,
আন্ধার লুকালে তব তোমার এই বান্দা
দুস্তর অর্ণবে থাকে নিদ্রাহীন, কতোটা সাহসী।
(অক্ষরবৃত্ত)
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/০৫/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
ভালো লাগার এক নান্দনিক প্রকাশ
--- শুভ কামনা অবিরাম ---
ভালো থাকুন সুস্থ থাকুন সারাক্ষণ
চমৎকার কাব্যশৈলীতে অসাধারণ রূপক কবিতা।এক রাশ মুগ্ধতা।কবিকে শুভ কামনা।
চমৎকার রূপক কবিতা। শুভকামনা রইল অফুরান
খুবই অসাধারণ একটি রূপক কবিতা
উপস্হাপনা করে গেলেন প্রিয় কবি।
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল।
চমৎকার শব্দ শৈলীর দুরন্ত প্রকাশ।। শুভেচ্ছা অবিরত প্রিয় কবি।।
সাহসী পান্থ করে সত্য পথ
চিনে নেবার দারুন অঙ্গীকার।
খুবই ভালো লাগলো প্রিয় কবি।
অনেক শুভ কামনা রেখে গেলাম।
সু মধুর
ভালো লাগলো!
রূপকের আড়ালে আত্মপ্রত্যয়ের জীবনমুখী ভাবনার বিবিধ কবিতা,ভাল লাগলো ; শুভকামনা রইল।
আত্ম বিশ্বাসী মন ,
অপূর্ব কাব্য কথা , শুভেচ্ছা প্রিয়কবিকে , ভাল থাকবেন ।
যার কিচ্ছু নেই, তার সাহসটাই তো সব! ওটাকে পূঁজি করেই হোক বিশ্বজয়। অসাধারণ সৃষ্টি। অভিনন্দন, সম্মানিত কবি।
অপূর্ব সুন্দর কবিতা পাঠে মুগ্ধ হলাম শ্রদ্ধেয় কবিজী। ভালো থাকুন সুস্থ থাকুন অনেক লিখুন অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবিজী।
অসাধারণ! অনন্য সুন্দর অনবদ্য কবিতা মন ছুঁয়ে গেলো প্রিয় কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা থাকলো আপনার জন্য।
চমৎকার অনুভব ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
কবি অসাধারণ রুপকের সমারোহ পাঠে মুগ্ধতা রাখিলাম ধন্যবাদ।