যুগল চতুষ্পদী (গভীর রাতে ও ধরবে কে!)
=========================@@@


১) গভীর রাতে


গভীর রাতে চেয়ে দেখি জানলা মেলে চুপ করে,
চড়ছে নীরদ আমের গাছে কানাবগির ঠ্যাঙ ধরে।
নদীর জলে চাঁদে নেমেছে খুঁজতে সুনাম সুখ্যাতি,
হাসছে দেখে জুঁই চামেলি বুকে জ্বেলে ডিম বাতি।


২) ধরবে কে!


আঁচল তলে মুখ লুকিয়ে দুষ্টু অলির গুঞ্জনে,
বেথুল গেঁথে মল গড়েছি দুই হৃদয়ের এক কোণে।
বুঝেই বুকে চাক্কু মেরে চুপটি যদি রও ঘরে,
ধরবে কে আজ লাটাই বলো ঘুড্ডি হলে ধড়ফড়ে!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন