হাবুর বুদ্ধি (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
==================৥৥৥


হাবুর মস্ত ছাগল মরেছে
তাই পাগলের বেশে,
বলিনু ওটাকে করেছো কি ভাই?
বলিল দিয়েছি ভেসে।


হায় হায় হায় মহা অন্যায়!
দূষণের নাই শেষ,
সভ্য জানিলে জেলে ঢুকাইবে
করিয়া দু’খান কেস।


একটু খাটুনি সযতনে দেহ
পুঁতিয়া ফেলিতে ভাই,
বলিল হাসিয়া এতো দরদের
মূল্য আছে কি তাই?


বেঁচে থাকিতে সম্পদ মোর
মরণে পাশের বাড়ি,
তুমি যদি হও সাক্ষী সাবুদ
দিব জনমের আড়ি।


আইনের হাত লম্বা জানিয়া
যখনই গিয়াছে মরে,
পাশের বাড়িতে সেলফি তুলিয়া
ফোনে রাখিয়াছি ভরে।


===================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৭/২০২০ইং।