হারানো দিনের খোঁজে
বোরহানুল ইসলাম লিটন
===================৥৥৥


অন্ত দহনে যদি, সযতনে ঘুরে সদা দুখ,
আসবে কি নব সাজে? খোয়ে যাওয়া জীবনের সুখ?


শৈশব স্মৃতি সে তো, হৃদ বাগে অমলিন ফুল,
দুরন্ত ছুটে চলা, কিশোরের, হয় কি গো তুল?
ভেবে কেঁদে মন প্রাণ যদি করে আনচান
খুঁজে পেতে আশ ত্রাণ, পাবে কি সে উদ্যমী বুক?
আসবে কি নব সাজে? খোয়ে যাওয়া জীবনের সুখ?


নিভৃতে শত ব্যথা, অভিমানে অভিসারী মন,
সুজন কূজনে সে তো, চির চেনা তরুণের ক্ষন।
প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে বাঁধে বাসা
স্বপনে সোনালী আশা, ফিরে পেতে যদি কাঁদে বুক,
আসবে কি নব সাজে? খোয়ে যাওয়া জীবনের সুখ?


জীর্ণ জরার কোলে, আয়ু কাল যদি বাঁধে ঘর,
আপনা আত্মা ছাড়া, জীবনের সব হয় পর।
অন্ত দহন জ্বালা সুখালয়ে দেয় তালা
হৃদয়ে বিরহী কালা, অনুতাপে ভরে যদি বুক,
আসবে কি নব সাজে? খোয়ে যাওয়া জীবনের সুখ?


====================৥৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৬/২০২০ইং।