হারানো দিনের স্মৃতি (ট্রায়োলেট-৪)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


চোতের দাহে বন যদি যায় পুড়ে
ফাগুন বেলা শুধুই সেথা স্মৃতি,
তাই বুঝি খায় গহীন ওরা কুরে
চোতের দাহে বন যদি যায় পুড়ে।
আশ কেঁদে হয় শুকনো পাতার সুরে
বাও লিলুয়ায় পিছন ফেরার গীতি,
চোতের দাহে বন যদি যায় পুড়ে
ফাগুন বেলা শুধুই সেথা স্মৃতি।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০৩/২০২১ইং।