হাসবো না? ও পুষির খুশি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


হাসবো না?
=======///


থাক না মানুষ শঙ্কা ডরে
কাল বোশেখের রুদ্র ঝড়ে
প্রেম বিনে মন দুখ ঘিরে,
পাক বিধাতার দান করুণায়
মন মানুষের দোর আঙিনায়
আসবে না সুখ সব ফিরে?


এই দুনিয়ায় শান্তি এলে
উঠবে রবি আবার খেলে
হয়তো সেদিন থাকবো না,
আজ মানুষের চিন্তা করে
রাত দিবসে স্বপ্ন গড়ে
তাই বলে কি হাসবো না??


পুষির খুশি
=======///


ছোট্ট খুকি চুপটি করে খাচ্ছে বসে ভাত,
দুষ্ট পুষি ডাকছে দেখে দুগ্ধে মাখা পাত।
হাতের তালে লেজটি নেড়ে
ক্ষণ প্রতি ক্ষণ রাগটি ঝেড়ে
আশ বুঝি শেষ ফেললো মেরে খামচে ‍ধরে হাত।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৯/২০২০ইং।