হাসি ও হানা (সিনকেইন- ১,২)
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


(১) হাসি


             হাসি
        যেতেই পারে
      ক্ষরণ তলে ভাসি,
  হয় যদি মন বাও লিলুয়ার
             বাসি।


(২) হানা


              হানা
        মামদো ভূতের
       সবচে’ চতুর ছানা,
সুযোগ পেলেই মন থেকে নেয়
             দানা।


(’সিনকেইন’ দু’টি আমার প্রথম লেখা তাই প্রিয় কবিদের প্রতি
অনুরোধ রইল ভুল ত্রুটি পেলে অবশ্যই ধরিয়ে দিবেন)


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/০৫/২০২১ইং।