হে লাজুক অরুণিমা!
====================@@@


হে লাজুক অরুণিমা!
কেন তুমি দাও অভাগার হৃদে
বাঁকা চোখে বেঁধে সীমা?


আজীবন যদি না দিবে সোহাগ
প্রীতির বাঁধনে ঢালি,
কেন দাও তার নীরব মননে
স্বপ্নের দীপ জ্বালি?


জানো কি ব্যাকুলে কতো কথা সেথা
বিরহী পাখির মতো,
তোমারই আশায় নির্ঘুম হয়ে
ডেকে চলে অবিরত?


বুঝতে গো তুমি যদি না মানতে
জৌলুসই মধুরিমা!
হে লাজুক অরুণিমা!


অরুণিমা> লালচে আভা/ভোর।
মধুরিমা> লাবণ্য।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/১২/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন