হে মোর কবি! (ট্রায়োলেট-২৫)
====================@@@


পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিরে,
আমি খুঁজি সিক্ত ঘাসে তোমার ছবি
পূব আকাশে উঠে যখন রাঙা রবি।
যে পথ দিয়ে তুমি গেছো হে মোর কবি
আজও এ মন চায় সে’দিকে ফিরে ফিরে,
পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিরে।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/১২/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন