হৃদয়ের আকাশ
====================@@@


আমার হৃদয় হয় না পয়োদ হারা
পাশেই উড়ে চিলের আহাজারি,
ক্ষণ-প্রতিক্ষণ বয়ে দুখের ধারা
সেই আকাশটা ভীষণ নীলের বাড়ি।


দিনে ক্ষণিক সূর্য ‍দিলে দেখা
রাত্রে শশীর ঘোমটা থাকে বেঁকে,
ব্যঙ্গ সুরে বিজলী আঁকে রেখা
যায় যখনি ঘোর আঁধারে ঢেকে।


চাইলে দিতে স্নিগ্ধ পরশ মাখি
হিমেল বায়ু বৃষ্টি থামার শেষে,
ফের মেলে না তবু সতেজ আঁখি
রামধনু আজ খিল খিলিয়ে হেসে।


পাক-প্রকৃতি দেখে বেহাল দশা
দিলেই কভু সবুজ আঁচল পাতি,
হঠাৎ খসে ঋক্ষ করে গোসা
কাড়তে শুধুই সলতে হারা বাতি।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/১০/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন