যন্ত্রণা (অনু)
[email protected]@@
হায়রে এ কোন যন্ত্রণা!
ওঝার গাইয়ের দুধ খেয়ে সাপ
উগলে ঘোষের দইয়ে,
নকুলকে দেয় পরখ করার মন্ত্রণা!
বলবে! (অনু)
কয় যদি কেউ হরির উকুন
ভেক মেরেছে কিলে,
শুনেই তুমি বলবে কি ওর
চোখ নিয়েছে চিলে!
নকুল> বেজি, হরি> সিংহ, ভেক> ব্যাঙ।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
26/03/2022ইং।
@বোরহানুল ইসলাম লিটন
দুটোই অসাধারন আঙ্গিকে দারুণ কটাক্ষ।
সমাজ জীবনে প্রতিদিনের ছবি।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন।
বিভিন্ন তকমা ও বৈপরীত্যের ক্যারেক্টারদের সমন্বয়ে চিত্তচাঞ্চল্যসৃষ্টিকারী সৃষ্টি। অভিনন্দন, সম্মানিত কবি।
অনন্য অনুভবের দারুন রূপকে প্রকাশ পেলো কলমের বলিষ্ঠতা।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি, অনেক শুভ কামনা রইল।
দুটোই দুর্দান্ত নান্দনিক উপস্থাপনা! শেষের টি অনেক অনেক বেশি ভালো লাগলো প্রিয় কবি! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
রসের হাড়িতে মিস্টি আর তিক্ততার এ যে মহামিলন!
অসাধারণ লিখেছেন কবি। অশেষ শুভেচ্ছা আর ভালোলাগা
রেখে গেলাম কবির জন্য।
এ তো অ্যাটম বোমা, অনুকাব্যের ছলে। হার্দিক শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
ভিন্নতা পেলাম। দক্ষ হাতের পক্ক লেখা।
রূপকের আড়ালে মানবতাবাদী ভাবনার বিবিধ শিশুতোষ ছড়া কবিতা
ভাল লাগলো ; শুভকামনা রইল।
অসাধারণ উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আমি আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ দুপুর প্রিয় কবি
চমৎকার প্রকাশ ।শুভেচ্ছা কবিকে বারোমাস ।
বড়ো সুন্দর , দুটি তির্যক কাব্য , মুগ্ধ ।
মানবতাবাদী, মনেধরা কথাকাব্য ।
হার্দিক শুভেচ্ছা প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
আপনার উপস্থাপনা অত্যন্ত চমৎকার।
চালিয়ে যান প্রিয় কবি।
রূপকে মানবতাবাদী ভাবনায় আবেগময় একটি অসাধারণ শিশুতোষ ছড়া কবিতা ! মুগ্ধ হলাম ! শুভকামনা রইল প্রিয় কবি ।
চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ ও অনন্য সুন্দর কবিতা। শুভকামনা থাকলো প্রিয় কবি। ভালো থাকবেন সবসময়।
দারুণ প্রকাশ
সুন্দর লিখেছেন কবি! দারুণ ছন্দ ও অন্তমিল!