====================@@@


অজ্ঞ যদি বিজ্ঞ সাজে
যোগ্য পড়ে ফেরে!
শক্তি যদি ভক্তি কাড়ে
যুক্তি কাঁদে হেরে!


দ্বন্দ্ব যদি ছন্দ মারে
গন্ধ করে খেলা!
নগ্ন যদি মগ্ন থাকে
ভগ্ন দ্যাখে বেলা!


নষ্ট যদি কষ্ট আনে
ষষ্ঠ উঠে মাতি!
গর্ব যদি সর্ব কাড়ে
দর্প গড়ে রাতি!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৭/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন