জলরাণী
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


জলের উপর জল বিছায়ে, নাচছে জলের রাণী,
দূর থেকে তাই দেখতে চেয়ে, হাসছে আকাশখানি।
কেশগুলো সব করছে দেখে, ঊর্মি দোলের খেলা,
দুষ্টুমিতে আড় চোখে মেঘ, বাঁধছে চুপে ভেলা।
নীল নয়না রোধ হীনা প্রেম, মত্ত উছল বুকে,
সূর্য কিরণ ঝিকমিকিতে, বইছে যেন সুখে।
বর্জ্যতে দুখ নিত্য জমে, বাঁধবে বলে দানা,
রাত দিবসে স্রোত বয়ে তাই, করছে ওদের ফানা।


মুগ্ধে চেয়ে কুল দু’খানি মায়ার প্রেমে পড়ে,
ক্ষণ প্রতি ক্ষণ তুলছে যেন, বক্ষে সবুজ গড়ে।
দেখতে এসে পাখগুলো সব, বৃক্ষে বেঁধে বাসা,
গান সুরে ডাক কিচমিচিতে, করছে চোদিক খাসা।
লাজ রাঙা মুখ জলরাণী তাই, মুক্ত প্রেমীর বেশে,
স্নিগ্ধ পরশ খোশ বিলায়ে, চলছে সদা হেসে।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/১০/২০২০ইং।