কাব্য জয়ের রণ
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


মনটা আমার ছোট্ট পাখি
দিন রজনী মেলে আঁখি
বুনতে সদাই আশ,
কল্প লোকের শুভ্র দেশে
রোজ গিয়ে সুর ছন্দ বেশে
স্বপ্ন করে চাষ।


লিখবে বলে মনের ভাষা
বুক ভরা বেশ স্বপ্ন খাসা
নেই যেন তার শেষ,
দেয় না বলে শব্দ ধরা
ভাবনাটা হয় উদাস খরা
বাও লিলুয়ার দেশ।


যায় তবু কি স্বপ্ন ভুলে!
উদ্যমে নেয় আবার তুলে
শক্তে গড়ে পণ,
নাই বা সৃজন উঠলো ঘরে
রোজ তবু সে তুষ্টে গড়ে
কাব্য জয়ের রণ।।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/১২/২০২০ইং।