কাজলার প্রাণ
==========================@@@


তুমি কি হারিয়ে গেছো কাজলার জলে?
কক্ষনো না জানি আমি বসে আছো দিগন্তের পাড়ে,
রক্তিম সুরুজ যেথা অবশেষে ডুবে
শালিককে ফাঁকি দিয়ে বাঁকা এক খাগড়ার ঝাড়ে।


ক্ষয়িষ্ণু নাড়ার দল পেয়ে কানাবগি
একাকী দাঁড়ায় রোদে চেলা-পুঁটি খুব আহরণে,
অথচ সাজাই আমি পাতিহাঁস দিয়ে
পোয়াতি ধানের ক্ষেত নীচু স্বরে রোজ নিরজনে।


মায়াবী বিকেল কিনে কলমির আড়ে
ব্যাকুল দু’চোখে খুঁজি নাও বেয়ে শাপলার হাসি,
কে বুঝবে মনের ব্যথা! যদিও বা দ্যাখে
শান্ত আকাশের গায়ে ক’টা মেঘ জেগে পাশাপাশি।


টলটলে জলে পেয়ে শ্যাওলার হাসি
কতো যে খুশিতে ভাবি নিশ্চয় এ তোমারি সে’ কেশ,
ভাববোই না বা কেন তখনি যে দানে
অদূরে উঁচিয়ে শির পানকৌড়ি সোনালী আবেশ।


জানি না তোমাতে কি না কাজলার প্রাণ,
তবুও নিশীথে রচি খুব সযতনে
আবদ্ধ পানার ধারে জোড়া কোন ডাহুকের গান।


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/১১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন