কাজল
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


নিঃস্ব দুখী ছোট্ট ছেলে
কাজলা কাশেম নাম,
এতিম বলে এই সমাজে
নেই কোন তার দাম।


জন্ম থেকে মাতৃহারা
বাপ ছ’বছর পর,
এক দুপুরে কাল বোশেখে
কাড়ছে আপন ঘর।


পায় না খেতে না দিলে কেউ
নেইকো আশার দ্বার,
পেট লুকানো পাংশু মুখে
হাড্ডি ক’খান সার।


একলা থাকে পোড় দালানে
দেয় যদি এক ঘুম,
জংলা মশা গর্বে করে
রক্ত খাওয়ার ধুম।


দিনটা কাটে পরের কাজে
আধ পেটে যায় ক্ষণ,
পরের বলা মন্দ কথা
গাল কটু তার ধন।


ভাগ্য নিয়ে চোখের পানি
করছে সবর দান,
তাইতো মুখে সাঁঝ সকালে
ছন্দ গজল গান।


আপন বলে নেইকো কেহ
এই দুনিয়ায় তার,
আত্মা দেখে মানছে তবু
রক্ত বাঁধন হার।।


===============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৫/২০২০ইং।