কাক ও বক
বোরহানুল ইসলাম লিটন
===============৥৥৥


কাক ও বক দুজন ছিল
দেখতে ভীষণ সাদা,
মাঝখানে তে বাধ সেধেছে
ধোলাই খালের কাদা।


দুজন মিলে যেদিন দিলো
খালের কাদায় ডুব,
উঠলো পাড়ে সঙ্গে নিয়ে
কৃষ্ণ বরণ রূপ।


বকটা ছিল জ্ঞানী চতুর
বুদ্ধি কাকের কম,
উপায় খুঁজে বকটা উড়ে
হারায় কাকের দম।


থাকলো শুয়ে খালের পাড়ে
বকটা ধোপার বাড়ি,
খুঁজতে পেলো সামনে রাখা
সাবান পানির চাড়ি।


মনের সুখে ডুব গোসলে
শরীর আবার সাদা,
রইলো লেগে কাকের গায়ে
মবিল পানির কাদা।


সেদিন থেকে যুগ পেরিয়ে
চলছে হাজার কুড়ি,
সাদার আশে কাকটা তবু
করছে সাবান চুরি।।


=================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৪/২০২০ইং।