কাকের চিন্তা (রম্য)
বোরহানুল ইসলাম লিটন
===============৥৥৥


রাত্রি বেলা গাছের ডালে
ভাবছে অবোধ কাক,
ঘুমের ঘোরে ক্যামনে ডাকে
মটকু বুড়ার নাক।


চুপ করি কি পেটের মাঝে
গড়ছে হুতোম বাস?
নয়তো নাড়ে কলকাঠি ঐ
দুষ্টু বুড়ির হাঁস।


গরু যেমন হাম্বা ডাকে
শব্দ দুয়ের এক,
আবার ভাবে মড়াল কাঁদে
নয়তো শিয়াল খ্যাক।


ছাগল ভেড়া ডাকলে পেটে
নয় তাতে খুব ভুল,
ভাবতে যেন ঘুরছে মাথা
ছিঁড়ছে মাথার চুল।


চিন্তা ঘুরে বন বনিয়ে
খুললো যখন দোর,
চোখ দু’মেলে কাকটা দ্যাখে
চলছে প্রভাত ভোর।।


================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০৬/২০২০ইং।