কাকের কান্ড (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
==============//



দাঁড় কাকটা শিখছে নাকি
মধুর সুরের গান,
তাই না শুনে ফিঙ্গে নাচে
বুলবুলি আনচান।


শুনতে কানে বাজ শকুনে
হাসছে নানান তালে,
বলছে কেহ দুঃখ আছে
জানলে গগন চিলে।


শালিক টিয়া করবে বিয়া
শুনতে কাকের গান,
কোকিল বসে হারায় দিশে
রাখতে নিজের মান।


বক দোয়েলে মনের ভুলে
খুঁজছে আপন নীড়,
বলছে পেঁচা যায় না বাঁচা
দুলছে দুদিক শির।


ময়না বসে খোশ মেজাজে
মনটা শ্যামার ভার,
টুনটুনিটা জেদ ধরেছে
মানতে নারাজ হার।


ঘুঘু বাবুই বসে চড়ুই
মিলছে সবাই বনে,
কেউ বা হেসে বেজায় খুশি
দুঃখ সুখের মনে।


কান্না হাসি কাক উদাসী
দেখতে সবার মুখ,
জ্ঞান হারিয়ে উল্টে পড়ে
ভুলতে মনের দুখ।।


******************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/০৩/২০২০ইং।