কাল বড়ই নির্দয়!
====================@@@


কাল বড়ই নির্দয়!
মিলছে যা আজ দুই টাকাতে
হচ্ছে তা কাল ছয়!
কাল বড়ই নির্দয়!!


লঙ্কা মাখা পান্তা খেয়ে
কাটছে যদি দিন,
বাড়ছে তবু ঘাড়ের উপর
চক্র হারে ঋণ!
ডিম যে খাবো ন’ভাগ করে
হাঁস মুরগী সব ভুগছে জ্বরে
দুধ দিতেও ছাগ গরু আজ
করছে মরার ভয়!
কাল বড়ই নির্দয়!!


রোজ ফড়েদের দৌড় দেখে শাক
সবজি গড়েও ক্ষেত,
’আর যাবো না হাট বাজারে’
ধরছে বলে জেদ!
মজুদদারের নগ্ন ত্রাসে
চাল আটা ডাল উদ্র্ধশ্বাসে
ফ্রিজের দাপে মাংস বা মাছ
হচ্ছে গায়েই ক্ষয়!
কাল বড়ই নির্দয়!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৫/০৯/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন