কালের ইঁদুর
-------------------------------------------@@@


ঘর বানাইয়া যদি দিলে ক্যান প্রভু তার রাখলে ঘুণ!
ময়লারা ক্যান হয় না বিলীন সাগর জলে থেকেও নুন!
’পদ চলে বয় দুইটি ধারা’ বলছো নিলাম তাও মেনে,
ইঁদুর তবে ক্যান করে রোজ শুধুই কালের স্বপ্ন খুন।


-------------------------------------------@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৬/২০২১ইং।


@বোরহানুল ইসলাম লিটন