কালের খেয়া
বোরহানুল ইসলাম লিটন
=================


শিশুকাল ভালো ছিল
আজও তাই স্মরি,
কাগজের ভাঁজে কতো
বানিয়েছি তরী।


সহপাঠী মিলে সব
নদী ঘাটে গিয়ে,
হাঁটু জলে নেমে তরী
দিয়েছি ভাসিয়ে।


ফিরে পাব আশাটুকু
নাহি রেখে মনে,
উল্লাসে মেতে গেছি
প্রতি ক্ষণে ক্ষণে।


আজ আমি বেশ বড়
দেহ খানি জরা,
কাঠ লোহা দিয়ে মোর
তরী খানি গড়া।


ফাটা তলা ফুটা ধার
পানি যায় ভরে,
মন ভরা আশা নিয়ে
সেচে যাই মরে।


এ কোন মায়ার খেলা
বয়সের ফেরে,
সময়ের কাছে কেন
যাই তব হেরে।



*****************
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০২/২০২০ইং।