কান্নার জলে
বোরহানুল ইসলাম লিটন
=====================৥৥৥


কাঁদিলেই যদি, আসিতো জীবনে সুখ,
খুশির ধারায় ধুয়ে যেতো সদা
মোহে ভরা এই, ক্ষণ ধরণীর বুক।


বাবার স্মৃতিতে সন্তান কেঁদে
দিবস রজনী, ফেলিছে চোখের জল,
মায়ের বিষাদে নিভৃতে কারো
অবিরাম স্রোতে, বক্ষে নামিছে ঢল।
ডাক দিয়ে বিধি কেঁদে নিরবধি
কেউ বা ভুলিছে, অন্ত মোহের ভুখ।


মাতা অন্তর কতো না কাতর
যে বা হারিয়েছে, বুকের মানিক ধন,
মৃত সন্তান দেখে পিতা প্রাণ
গোরে নিতে সদা, কাঁদিছে প্রতিক্ষণ।
প্রিয়জন শোকে যে জন কাঁদিছে
অন্ত ক্ষরণে, ফুরায় না তার যুগ।


বিষাদের কোলে ভাই বোন বলে
আকুলে ফেলিছে, দু’জনা চোখের পানি,
নাতি শোকে দাদা অঝোরে কাঁদিতে
জড়ায়ে ধরিছে, মাটির কবর খানি।
গরীব অনাথ যাতনে কাঁদিছে
ছিন্ন কাঁথায়, লুকায়ে করুণ মুখ।


=====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/০৬/২০২০ইং।