কাঠ বিড়ালী ও ঘাস ফড়িং
বোরহানুল ইসলাম লিটন


ঘাস ফড়িংটা দোল খাচ্ছে
বসে ধানের শিষে,
গাছের ডালে কাঠ বিড়ালী
চিন্তায় হারা দিশে।
ভাবে কি সুন্দর দুলছে ধানগাছ
ডানে বামে হেলে,
আমি কেন থাকবো বসে
শক্ত গাছের ডালে।
আমিও অমন দোল খাব
ঘাস ফড়িংটার সাথে মিশে,
নইলে আমার জীবনটাতো
হয়ে যাবে মিছে।
মনে মনে পণ করলো সে
খেতেই হবে দোল,
ধানের শিষে লাফিয়ে পড়লো
বলে ছন্দমাখা বোল।
নিচে পড়ে কাঠ বিড়ালী
পানির উপর ভাসে,
পিঠে বসে ঘাস ফড়িংটা
মুচকী মুচকী হাসে।


প্রকাশকাল
০৪/১২/২০১৯ইং।