কি-ই বা তাতে ক্ষতি!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


মনের কথা কাব্যে লিখি
যত্ন করে অতি,
তুচ্ছ ভেবে হাসলে যে কেউ
কি-ই বা তাতে ক্ষতি!
ছন্দ আমার প্রাণের দোলা
তাই হয়ে যাই আত্মভোলা
সুর সুধা যে হৃদ ঝিনুকের
নিত্য বাড়া মোতি।
তুচ্ছ ভেবে হাসলে যে কেউ
কি-ই বা তাতে ক্ষতি!


চিন্তা আমার মুক্ত স্বাধীন
বারেক দিলেই হানা,
তাল লয়ে সে পাতায় ঝরে
শুনতে নারাজ মানা।
সঙ্গী সাথী আবেগ স্মৃতি
তাই দিয়ে মন বাঁন্ধে গীতি
পাক প্রকৃতি তার সাথে রয়
চাঁদের যেমন জ্যোতি।
তুচ্ছ ভেবে হাসলে যে কেউ
কি-ই বা তাতে ক্ষতি!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/০২/২০২১ইং।