=========================@@@


বললে যে কেউ মন্দ তোমায় কি-ই বা তাতে ক্ষতি,
হিংসাতে যার হৃদয় গড়া নয় কি সে’ জন কানা!
জ্ঞানহীনে রোজ করতে রোষে ধ্বংস নিজের অতি,
বললে যে কেউ মন্দ তোমায় কি-ই বা তাতে ক্ষতি!
হোক না শামুক যতই ছলে মুক্তো ভাড়ার পতি,
মর্যাদা মান সব যদি হয় খোদ বিধাতার দানা,
বললে যে কেউ মন্দ তোমায় কি-ই বা তাতে ক্ষতি,
হিংসাতে যার হৃদয় গড়া নয় কি সে’ জন কানা!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৮/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন