কেমনে বাঁধবো কুল!
====================@@@


কদম্ব গাছে ফুটে নি কি আজ
হাজারে হাজারে ফুল?
সখী, কেমনে বাঁধবো কুল!


শুষ্ক এ মুখে মায়াবী নজরে
স্নিগ্ধ পরশ মাখি,
জানি না কি দেখে কানাকানি করে
যুগলে যুগলে পাখি।
গড়েছে বৃষ্টি লুকোচুরি খেলা
নাচনে টিনের চালে,
রয়েছে কি তবু চোখ দু’টি বুজে
বিজলীরা সেই তালে!
মৃদু বায়ে জাগা কিশলয় থেকে
চুঁইয়ে চুঁইয়ে পানি,
ডেকে দেয় হাতছানি।


সূর্যটা বুঝি আঁচড়ে দিতেছে
মেঘের আলগা চুল,
যায় কি বলা তা ভুল!
সখী, কেমনে বাঁধবো কুল!
কদম্ব গাছে ফুটে নি কি আজ
হাজারে হাজারে ফুল?


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৫/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন