কেন কাঁদো তুমি!
==========================@@@


সুখ সুখ বলে কেন কাঁদো তুমি শুকনো নদীর ঘাটে?
ভাবো কি ভিড়বে শান্তির তরী চাইলে ও’ তল্লাটে?
সইলে নীরবে রৌদ্রের জ্বালা
অন্তর পুড়ে আরও হবে কালা
আহত আকুতি মিশে গেলে সবই গোধূলির কোন বাটে!
সুখ সুখ বলে কেন কাঁদো তুমি শুকনো নদীর ঘাটে?


যতোই উঠুক উলু ঝাড় মেতে তটিনীর দুই কূলে,
শরৎ বিনে কি আশা কারো ছুটে এতটুকু কাশফুলে?
ব্যাকুল হলেও অবলার প্রাণ
আষাঢ়ে খুঁজে না কোকিলের গান
আঁধারও কি চুমে ধরণীর বুক সূর্য না গেলে পাটে!
সুখ সুখ বলে কেন কাঁদো তুমি শুকনো নদীর ঘাটে?


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/১১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন