কেনো মানো পরাজয়?
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


ভালোবাসা বিনে চলনের পথ
যদি ভাবো অসহায়,
মানবতা খোয়ে কেন মানো তুমি
বিবেকের পরাজয়?


স্বার্থ ঘৃণায় মানুষকে সদা
দূরে ঠেলে নিশিদিন,
রঙ্গ তামশে জীবন সাজাতে
গড়ে বিবেকের ঋণ,
আজ যদি ভাবো নয় তা জীবন
নিভৃতে বয়ে অন্তক্ষরণ
অনুতাপে তবু রাখলে স্মরণ
লোক লজ্জার ভয়,
মানবতা খোয়ে কেন মানো তুমি
বিবেকের পরাজয়?


উঁচু নিচু ভেদ হৃদয়ে পুষতে
ফুলঝুরি ভরা মুখ,
কপটতা শঠ ছলনে লুকালে
অভিনয়ে ঢেকে বুক।
অন্ত দিবসে দংশিলে ভুলে
অশ্রুজলে তা ভেবে এ বিরলে
দুখীরে বক্ষে কভু না জড়ালে
গেয়ে সাম্যের জয়,
মানবতা খোয়ে কেন মানো তুমি
বিবেকের পরাজয়??


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৯/২০২০ইং।