কেন থামে!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


তৃষিত ক্ষণের ঋণ,
চাইলেও শোধা যায় না বুঝি তা
চেষ্টায়ও অনুদিন!


কাঁদছিল শুয়ে অবলা পক্ষী
শিকারীর ঘাত পেয়ে,
জীবন যেন সে ফিরে পেল এক
বুড়ির পরশে নেয়ে।


তাই বুঝি খোশে জীর্ণ কুটিরে
বাসা বেঁধে পাশাপাশি,
অস্ফুট স্বরে বলে গেছে শুধু
তোমাকেই ভালোবাসি।


প্রকৃতিও দেখি মেঘ পানে চেয়ে
ক্ষয়ে ক্ষয়ে যায় স্মরে,
বিবেকের পথ কেন তবে থাকে
কৃতজ্ঞতার দোরে!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০-০৪-২০২১ইং।