কেন তবে হার!
বোরহানুল ইসলাম লিটন
==========================@@@‌‌‌‌‌‌‍‍‍


চলছে বয়ে কালের ধারা - প্রাণ সাথে তার দিতে সাড়া
               কেউ খুশি কেউ আত্মহারা
                   সাজতে সুখের মূল,
এর মাঝে ফুল গন্ধে শত - ফুটছে বাগে অবিরত
                নয় তবু তা হৃদের মতো
                     যতই ভাবুক তুল।


আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি - রুখতে তো তাই আঁধার রাতি
              রোজ জ্বেলে দিই জ্ঞানের বাতি
                    মুছতে কালের ভুল,
কাড়তে তবে ভেদ স্বহাতে - ক্যান হারে মন মোহের ঘাতে
                   ভাই মরে আজ ভায়ের দা’তে
                         স্বার্থে খোয়ে কুল!


==========================@@@‌‌‌‌‌‌‍‍‍
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০-০৫-২০২১ইং।