কেউ কি শুনাবে?
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


জীবনের পথে ভাগ্যের কাছে
হেরে যদি যায় প্রাণ,
কেউ কি শুনাবে সমাদরে ডেকে
আশা ভরসার গান?
উঠতে চাইবে হাত ধরে যার
নিজেকে সাজায়ে ধর্মাবতার
গোপনে খুলিতে স্বার্থের দ্বার
যতনে কাটিবে কান,
জীবনের পথে ভাগ্যের কাছে
হেরে যদি যায় প্রাণ।


সুদূরে দেখিতে আপনা জনের
ধূসর ফ্যাকাসে মুখ,
ব্যঙ্গ কথন কেড়ে নিবে হেসে
বাঁকি জীবনের সুখ।
ছলা কলা দেখে হতাসে সুমন
ভুলে গিয়ে সার স্বপ্ন সুক্ষণ
আফসোসে বলে ‘এই কি জীবন’
খুঁজে যদি শেষ ত্রাণ,
কেউ কি শুনাবে সমাদরে ডেকে
আশা ভরসার গান??


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১২/০৯/২০২০ইং।