খোকার জবাব
[email protected]@@
দুষ্টুমি দেখে পিতা ডেকে কয়
খেলছিস খোকা তুই!
বল দেখি ওই তালগাছ কেন
মাটিতে পড়ে না নুই?
পারবি না দিতে সঠিক জবাব
জানি নেই তোর দম!
তবু দেব জামা হলেও সে’ সাড়া
যুক্তিতে কিছু কম!
বললো সে হেসে গড়ে যে আস্থা
দেখে নীলিমার বাড়ি,
ক্ষণিকও কি তার মাথা হতে চায়
আপনার কাছে ভারী?
[email protected]@@
পাঁচুপুুর, আত্রাই, নওগাঁ।
০১/০৫/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
সুপ্রভাত কবি।
দারুন শিক্ষণীয় কবিতা।
রক্তিম শুভেচ্ছা ।
দুর্দান্ত শিশুতোষ ছড়া! শিশুদের মনে বড় হওয়ার, আরো উপরে ওঠার প্রত্যাশা, স্বপ্ন তৈরি করার অঙ্গীকার কবিতায়। দারুণ মুগ্ধ হলাম প্রিয় কবি! একটু ব্যস্ত আছি। ঈদের অগ্রিম শুভেচ্ছা।
শিশুমনেও কত প্রশ্ন জাগে ! ভারী সুন্দর শিশুতোষ
ছড়া ! প্রিয় কবিকে অনন্ত শুভেচ্ছা জানাই ! ভালো থাকুন !
মনে রাখার মতই শিশুতোষ ছড়া, মাথাভার কজন
বোঝে? চমৎকার রূপকও। হার্দিক শুভেচ্ছা রইল । ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
চমৎকার রূপক কবিতা। শুভকামনা নিরন্তর কবির প্রতি
মনোমুগ্ধকর উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ বিকেল প্রিয় কবি
অনিন্দ্য সুন্দর ভাবনার চমৎকার
শিশুতোষ ছড়া-কবিতায়
অভিভূত হলাম।
খুবই ভালো লিখেছেন প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
রূপকে , সুন্দর শিশুতোষ ছড়া, কাব্য কথায় মুগ্ধ ।
প্রিয়কবিকে মে দিবসের শুভেচ্ছা অশেষ , ভাল থাকুন সদা ।
বেশ ভাবনার এক রূপকল্প। খুব সুন্দর। অনেক ভালো থাকুন কবি।
রূপকের আড়ালে দারুণ আবেগঘন আত্মপ্রত্যয়ের ছড়া কবিতা, ভাল লাগলো ; শুভকামনা রইল।
বেশ মনোমুগ্ধকর রূপকধর্মী কবিতা। অসাধারণ শব্দ চয়ন। খুব ভালো লাগলো কবি লিটন। শুভ সকালের একরাশ শুভেচ্ছা রইল।
শিশু কবিতা।অতি সুন্দর
চমৎকার শিশুতোষ ছড়ায় মনে দাগ কেটে গেলো প্রিয় কবি। অসাধারণ ও সৃজনশীল কাব্যে হৃদয় ছোঁয়া অনুভূতি। অফুরন্ত শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময়।
অনন্য সুন্দর!পড়ে ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন অনেক লিখুন অনেক শুভেচ্ছা প্রিয় কবিজী।
দারুণ ভাবনার গভীরতায় অপূর্ব উপস্থাপন ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।