খোকার মা
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


আর কাঁদিস নে ছোট্ট খোকা
যারা তোরে দিচ্ছে ধোকা
বল আমি আর নেইকো বোকা
শুনছে আমার মা,
থাক না যতই চাঁদের দেশে
আসছে আবার পরীর বেশে
পার পাবি না ব্যঙ্গে হেসে
রুখবে তোদের ধা।


মিশবি খোকা সবার সাথে
সম্মানের জ্ঞান রাখবি মাথে
করবি সেবা রাত বিরাতে
ভেদ না করে পাত,
বললে যে কেউ কটু কথা
অন্তরে আর নিস্ নে ব্যথা
দ্যাখ দলে তুই রুগ্ন প্রথা
ভাঙবে ওদের হাত।


ক্যান যাবি তুই মরতে ভুখে!
রাখ দেখি তোর হাতটা বুকে!
শক্তিটা ঠিক উঠবে রুখে
কাড়তে সকল ভয়,
তবু যদি মনটা পুড়ে
নেই আমি খুব বেশি দূরে
ডাক দিলে ঠিক আসবো উড়ে
চাই তবু তোর জয়।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/১২/২০২০ইং।