খোকার প্রশ্ন
বোরহানুল ইসলাম লিটন



ছোট্ট দুটি হাত দিয়ে মায়ের
গাল দুখানি ধরে,
মুখখানি তার ভরে দেয়
আদরে আদরে।
কয় বল দেখি মা? তোকে ছেড়ে
যাই যদি হারিয়ে,
মোর লাগি কি অন্ধ হবি
অশ্রু ঝরিয়ে ঝরিয়ে?
যদি কভু না আসি মা
তোর কোলে আর ফিরে,
দূর আকাশে খুঁজবি আমায়
ঐ তারার ভিড়ে ভিড়ে?
চাঁদ-সুরুজের কাছে গিয়ে
করবি কি নালিশ?
তোরাই মিলে মোর খোকাকে
লুকিয়ে রেখেছিস?
বাতাস কে বলবি কি?
ওরে সোনার ভাই,
মোর খোকাকে এনে দে
তোর ধরি দুটি পায়।
সবুজে ভরা মাঠের দিকে
তাকিয়ে থেকে ক্ষেতে,
ভাববি কি? আমার খোকা
ওখানে যেতে পারে।
বিলের মাঝে দেখিস যদি
শাপলা রাশি রাশি,
বলবি ওদের? ফিরিয়ে দে মোর
খোকার মুখের হাসি।
খেলার মাঠে দেখিস যদি
দামাল ছেলের দল,
বলবি ওদের? কোথায় খোকা
সত্যি করে বল?
মুসাফির যদি বসে থাকে
ঐ বট গাছটার ছায়,
জিজ্ঞাসিবি? বলো না মোর
খোকা গেছে কোথায়?
অন্তর টা মোর খাঁ খাঁ করে
যদি তুই না থাকিস ঘরে,
আমি বিহনে তুই কেমনে থাকবি
খুব জানতে ইচ্ছে করে।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/১২/২০১৯ইং।