ক্ষমা (৩৫০তম নিবেদন)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


ক্ষরিত ধ্বনির হিমে বা কি ওমে
অন্তরে কারো যদি থাকে দুখ জমা,
অজ্ঞাত ভুলে অপরাধী ভেবে
তবুও তোমরা করে দিও তাকে ক্ষমা।


মানব জনম ভুলেরই অধীন
তাইতো বলনে সদা থাকে ভুলে মাতি,
নিজ গুণে তাতে ক্ষমা না করলে
চলনটা হয় একে অন্যের ঘাতী।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/১২/২০২০ইং।