খুব মনে পড়ে! (সনেট)
[email protected]@@
খুব মনে পড়ে সখী খুব মনে পড়ে
মনে পড়ে ফেলে আসা সু’দিনের স্মৃতি,
শ্যামলা প্রতিটি পদে গড়ে সমাদরে
মনন যা ভেবেছিলো আপনার প্রীতি!
বাসন্তী বাগিচার মাতাল বাতাস
কোকিলের গানে আজও এঁকে যায় ছবি,
শীতের সকাল রেখে ভাঙা বিশ্বাস
কুহেলির আড়ে আনে তোর আশায় রবি!
কি যে শিহরণ জাগে হৃদয়ের বনে
কেমনে বুঝাই তোরে অস্ফুট জ্বালা,
বুঝি না কি ভেবে আজও উদাসী রণনে
বাজায় নিরালে বাঁশি সজলে সে’ কালা!
তবে কি বাসনা চির মেঘের মতন,
গড়ে যা যতনে ভেলা সইতে পতন!!
(মাত্রাবৃত্ত)
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৯/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
আবেগের সমাহার কবিতার প্রতি স্তবকে মিশে আছে।
ক্লাসিক বাংলা কবিতার আবহে দারুন লিখনি।
অশেষ শুভেচ্ছা জানাই। ভালো থাকুন প্রিয় কবি।
তবে কি বাসনা চির মেঘের মতন,
গড়ে যা যতনে ভেলা সইতে পতন। দারুন হয়েছে
অসামান্য মনোমুগ্ধকর একটি কবিতা উপহার দিলেন শ্রদ্ধেয় প্রিয় কবি। শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার প্রতি। সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন দুঃসময়ে এই কামনা অবিরত। শুভ রাত্রি
দারুণ নান্দনিক উপস্থাপনায় বিরহ ছোঁয়া সুন্দর উপস্থাপনা।
ফেলে আসা সময়ের কিছু ভালোলাগা ক্ষণ সত্যই মনে পড়ে অন্তরালে।
খুব ভালো লাগল কবি। শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
অনন্য সুন্দর প্রেম বিরহের কাব্য লেখনী!
নিয়ত শুভকামনা রইলো প্রিয় কবি।
এযাবত কালের বেস্ট কবিতার একটা শুভকামনা রইল প্রিয় কবি..
এটা আমার মত..
বরাবরই আপনার কবিতায় একটা আলাদা সুরের অনুরণন প্রকাশ পায়। আজকেও ভেতরটা আনন্দে ভরে গেলো
অনবদ্য রচনা, আসলেই প্রিয় কবি সেই দিনগুলোর কথা সহজে ভুলা যায়না। শুভেচ্ছা চিরন্তন প্রিয় কবি।
অতুলনীয় প্রকাশ
অতীতের ঘরে পা স্মৃতি সম্বল বলে,
সুখস্মৃতি চিরকাল রাখতে চাই তুলে।
হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় কবি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
ফেলে আসা ক্ষণ ভাবায় যখন ভালোলাগা সব স্মৃতি
মনের কোনায় খোলা জানালায় ভাসে প্রেম পিরিতি।
সুন্দর প্রেমময় কাব্যিকতায় রাশি রাশি ভালোলাগা নিয়ে গেলাম প্রিয় কবি।
হার্দিক ভালোবাসা ও শুভকামনা জানাই সুস্থ ও সুন্দর থাকুন সবসময়।
"তবে কি বাসনা চির মেঘের মতন ,
গড়ে যা যতনে ভেলা সইতে পতন!!"
অপূর্ব ! প্রেম বিরহের কথামালা , সুন্দর ।
মনোমুগ্ধকর, সুন্দর কাব্যশৈলীতে কাব্য , মুগ্ধ ।
হার্দিক শুভেচ্ছা প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
অতীতে ফেরার যায় শুধু স্মৃতির হাত ধরে। এই স্মৃতির হাত ধরেই মনে পড়ে কত সুখ স্মৃতি। আনন্দ আসে। খুব ভালো লিখেছেন প্রিয় কবি।মন ছুঁয়ে গেল।
আন্তরিক শুভেচ্ছা জানাই।
মুগ্ধকর কাব্যিকতা ও প্রকাশ ।শুভেচ্ছা কবিকে ।
দুর্দান্ত বিরহের অপূর্ব নান্দনিক উপস্থাপনা প্রিয় কবি! কিন্তু সনেট টিতে অক্ষরবৃত্ত বা মাত্রাবৃত্তে কোনটাই মাত্রা যথার্থ মেলাতে পারলাম না প্রিয় কবি। পঞ্চম এবং সপ্তম চরণে অক্ষরবৃত্তে একমাত্রা কম। কিন্তু মাত্রাবৃত্তে 14 মাত্র হয়। কিন্তু অষ্টম চরণে মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত দুটোতেই একমাত্র মাত্রা বেশি হয়। একটু ব্যাখ্যার আশায় থাকলাম প্রিয় কবি। একরাশ অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই।
হে প্রিয়তমেষু কবি,
নমস্কার!! শুভ সকাল!!! ছন্দে ছন্দে মাতানো কবিতায় মুগ্ধতা রেখে গেলাম!!! শব্দের চয়ন বেশ ভালো!!!!
অসাধারণ কাব্যিক উপস্থাপনা করলেন এই আসরে। ভালো লাগা রেখে গেলাম একরাশ!! খুব ভালো লাগলো!! ভালো থাকুন!! শুভেচ্ছা রইলো!!
ছন্দে ছন্দে কি চমৎকার লেখা কবিতা খানি
চমৎকার কথামালায় সাজিয়েছেন আপনার লিখনশৈলী।
অতুলনীয় লিখেছেন প্রিয় কবি। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল।
কবির মনন দ্বন্দ্বে এলো কবিতা, পাঠকের হৃদয় পেলো স্বর্গীয় সুখ ।
অশেষ ভালবাসা আর শুভেচ্ছা জানাই, ভালো থেকো ।
এক কথায় বলি অপূর্ব...প্রেম,বিরহ মিলেমিশে একাকার আর স্মৃতির ঠোঙাতে ভরে রাখা
হারানো সে সব দিন...আজও জেগে রয় আশা নিয়ে প্রত্যাশা... কিন্তু ভেঙে পড়ে মন কেনো হয় হতাশা ...মুগ্ধতার রেখে গেলাম সাফল্যের আলোক দিশা।
ভালো থাকুন প্রিয় কবি।অফুরন্ত শুভেচ্ছা রইল।
অনেক সুন্দরের প্রকাশ খুবই প্রাঞ্জল পাঠে বেশ লাগল ধন্যবাদ।