খুকি ও কাক
বোরহানুল ইসলাম লিটন


ছোট্ট খুকি করছে গোসল
বসে কাঠের টুলে,
কাকটা এসে ঠোঁট দিয়ে ওর
সাবান নিলো তুলে।


উড়ে  গিয়ে বসল পাশের
আম গাছটার ডালে,
খুকি ভাবে দুঃখ আছে
আজ বুঝি মোর ভালে।


আস্তটি আজ  রাখবে না মা
জানতে যদি পারে,
কাকটিকে তা বলছে দে না
সাবানটি মোর ফিরে।


তুই তো অনেক সুন্দরী বল
সাবান করবি কি?
ফিরিয়ে না দিলে যে মা
করবে বকাবকি।


আচ্ছা তোর মুখে যদি
স্নো পাউডার দিই মেখে,
অপরূপা বলবে না বল?
সবাই তোকে দেখে।


পায়ে যদি আলতা মেখে
লিপস্টিক দিই ঠোঁটে,
কেমন হবে বল দেখি রং
উঠবে যখন ফুটে?


সুরটা গলার দারুণ মধুর
চাহনিটা বেশ বাঁকা,
অমনি কাকটি ডেকে উঠলো
কা কা কা কা।


ঠোঁট টা গেলো ফাঁক হয়ে আর
সাবান গেলো পড়ে,
তাই দেখে খুশিতে খুকির
মনটা গেলো ভরে।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২২/০১/২০২০ইং।