খুকির ঘুম
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


কোথা গেলি সোনা খুকি
কেমনে রইলি লুকি
সারাদিন বসে থাকি উঠোন বাতায়,
তোর কি হয়েছে রাগ নয় অভিমান
কখন আসবি ফিরে আঁচলের ছায়?


খেলার সাথীরা এসে কেঁদে কেঁদে রোজ,
আকুল ব্যাকুলে তোর সদা করে খোঁজ।
বানিয়ে বালির ঘর
করে ওরা ধড়ফড়
কখন ফিরবি বাড়ি এই আশা নিয়ে।
তুই না ফিরলে বাড়ি মহা ধুম ধামে
কেমনে পড়াবে ওরা পুতুলের বিয়ে?


সারাদিন বসে কাঁদে তোর ছোট ভাই,
কখনো বৃক্ষ তলে নয়তো মাচায়।
হারায়ে মুখের হাসি
ছবি আঁকে দিবা নিশি
কখন দেখবি ফিরে আশা ভরা মন।
তুই বিনে ঘরে বসে হয়ে সাথী হারা
কেমনে চলবে ওর একলা জীবন?


রাত্রে জোনাক জ্বলে কবরের দেশে,
ঝিঝিরা ডাকিয়া চলে পাষাণের বেশে।
দু একটা পাখি ডেকে
তাড়া দেয় থেকে থেকে
জ্যোৎস্না আলোয় পড়ে কাতরের ধুম।
এমন নিশীথে শুয়ে কেঁদে ভাবি একা
কে ‍দিল পাড়ায়ে তোরে জনমের ঘুম??


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৯/১২/২০২০ইং।