খুকির সাথী
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


ছোট্ট খুকি দুষ্টু পুষি
খুব দু’জনার মিল,
ঠিক যেন তা দুই দেহতে
বাস করা এক দিল।


দেয় যদি মা দুধ মাখা ভাত
খায় করে দুই ভাগ,
আবার দেখি ক্ষণিক দু’জন
বেশ করে রয় রাগ।


ভর দিনমান খেলায় মেতে
করতে হরেক ছল,
ফুল কুড়ায়ে মালা গাঁথে
বকুল গাছের তল।


রাত্রে ঘুমায় একসাথে রোজ
এক সুরে গায় গান,
দেখলে যে কেউ বলবে এ তো
শ্রেষ্ঠ বিধির দান!


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৫/২০২১ইং।