কি অদ্ভুত রঙ্গমঞ্চ!
===============@@@


অন্ধ ভিখারীকে দেখে ভদ্রবেশী চোর,
খুললো অন্তরের কোণে
অভিনব এক দোর।
ভাবলো সে’ দানের ছলে মেরে ক’টা টাকা,
করবো চোট্টামীর বক্ষ
আজ দক্ষতার গুনে, আরও বেশী পাকা।


শুধায় হে দুঃস্থ অতি!
জেনে এ সম্ভ্রান্ত মতি, বলো তাড়াতাড়ি,
একশত টাকার নোট ও’ থালায় রেখে
আমি কি বিশ্বস্ত সেজে হোকনা আশি ভাঙতি নিতে পারি?


’নিশ্চয়’ জবাব দিলো ভিখারীর শ্বাস,
না করেই অনুগ্রহ
তুলতে লাগলো তাই টাকা
তক্খনি সে’ সুচতুর
পূরাতে মনের আশ।


সহসাই ধরে হাত
ভিখারী কয় রে বুদ্ধু! আস্থা অন্ধ যদি,
হা-করে দু’চক্ষু বুজে তবে কি চাতক
উর্দ্ধপানে চেয়ে খুঁজে বর্ষণ বিলাসে
বয়ে চলা কোন নদী?


অদূরে পাগলার ভাবে
সজাগ ইন্দ্রিয় পঞ্চ,
কি জানি কে অভিনেতা! বলবো না নিশ্চিত
শুধু বলবো এ ধরণী
সত্যি সুরাসুর পেয়ে
’কি অদ্ভুত রঙ্গমঞ্চ!’


(অক্ষরবৃত্ত)
===============@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০৫/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন