কি অদ্ভুত!
[email protected]@@
অদ্ভুত চিজ ভাই কান কাটা সোম নাথ,
টুপ করে ভাব গড়ে কষে দিয়ে দুই লাথ।
বাম হাতে খানা খায় ভাবে তবু সব ঠিক,
ট্যারা চোখে খুঁজে নেয় ঝাকানাকা দশ দিক।
নাক দিয়ে খাল কাটে যেথা দ্যাখে আন্ধার,
ঢিল ছুঁড়ে কিনে নেয় রঙ্গিলা মান তার।
জামা ছিঁড়ে জুতা মুছে দাবী আমি জ্ঞানবান,
পাতকের বুঝে যাচে রাক্ষুসী খানদান।
পিঠ ঘসে হেঁটে চলে হাতে রেখে নাগরাই,
সগরবে চেটে খায় চুরি করা খাগড়াই।
দু’পা থাকে আসমানে চাঁদটারে দিতে চুম,
ঘোলা চোখ সঙ সাজে হলেও তা নির্ঘুম।
যদি ভাবো এ কেমন! কোন দেশী লাট সেন!
নিশ্চিত নয় জেনো শুক্রের এলিয়েন।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫-০৪-২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
বাঃ দারুণ রম্যে দীর্ঘ রহস্যের কিনারা - শুক্রের এলিয়েন !
কেউ বলে আছে সমুদ্র তলের নিচে
কারো মতে হয়ত বা আরো কাছে
প্রযুক্তির ম্যাজিকে চোখে পড়ে না ধরা
জানা নেই শঙ্কার মেঘ দেখছে কারা কারা!
খুব ভালো লাগল কবি, ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
সপ্তাহের সেরা কবিতা! মুগ্ধ! অভিনন্দন প্রিয় কবি।
অনবদ্য কাব্য ! চমৎকার উপস্থাপনা ! প্রিয় কবিকে অনন্ত
শুভেচ্ছা জানাই ! ভালো থাকুন !
শুভ নববর্ষ !
দারুন। শুভেচ্ছা রইলো।🌹
দারুণ তো।
দু পা উপরে করে চাঁদে চুমু।
হাঃ,হাঃ,হাঃ অনেক অনেক ভালো লাগলো।
ভাবার মতো একটি কবিতা।
দারুণ
নিখুঁত বর্ণনা, সঠিক ভাষার প্রয়োগে, কবিতার উচ্চতা অসাধারণ স্তরে পৌঁছে গিয়েছে।
নিঃসন্দেহে রম্যের আড়ালে, পরগাছা ব্যক্তি, সংস্কৃতিকে নাকাল করা কাব্য লেখ।
খুব ভালো মানের একটা লেখা। অভিনন্দন সম্মানিত কবির জন্য।
দারুণ নিপুণ বুননে মিষ্টি রচনা। শুভ নববর্ষের শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
বাপ রে বাপ এলিয়েন। দারুন। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
চমৎকার ভাবাবেগের সুরম্য কবিতা মালার মনোময় উপস্থাপনা।
শুভ বাংলা নববর্ষ-এর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।
খুব খুব খুব সুন্দর।
ভালো লাগার এক মনোমুগ্ধকর প্রকাশ
--- শুভ কামনা নিরন্তর ---
ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা
আসর জমানো দারুন রম্যকাব্যে
মাত করে দিলেন প্রিয় কবি,
অনেক শুভ কামনা রইল।
রম্য রসে দারুণ কাব্যিকতা ! এক রাশ মুগ্ধতা রেখে গেলাম । শুভকামনা রইল প্রিয় কবি ।
তাল ছন্দের অনবদ্য প্রয়োগ। অভিনন্দন, সম্মানিত কবি।
চমৎকার রসে ভরা রম্য কবিতা,
ভাল লাগলো ; শুভকামনা রইল।
রঙ্গ রসে ভরপুর দারুন প্রতিবাদী কবিতা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি! শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা।
অসাধারণ রূপকের ব্যবহারে চমৎকার রম্য অনুভব এর কবিতা।। অনন্য সুন্দর চিত্রায়ন।।ভীষণ ভালো লাগলো।।হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় শ্রদ্ধেয় বরেণ্য কবি ভাল থাকবেন সুস্থ থাকবেন সব সময়।।
এরা শুধু লাট সেন নয় নিজেকে এলিয়েনই ভাবে, লজ্জা শরম আছে কি? যে গলায় দড়ি দেবে? হা হা হা চমৎকার লিখেছেন প্রিয় কবি, হৃদয় ছোঁয়া অনুভূতি জাগে। অফুরন্ত শুভকামনা আপনার জন্য।