পরম করুণাময় আল্লাহ তালার নামে আরম্ভ করলামঃ-


আসসালামু আলাইকুম,
কবি ও কাব্যের সাথে প্রায় (০৪) চার বৎসর যাবৎ
ঘনিষ্ঠভাবে নিজেকে জড়িয়ে রেখেছি।
লিখে ও পড়ে আস্বাদন করেছি বেশ কিছু কবিতার স্বাদ
ধারা অব্যাহত রেখে নিয়মিত সৌখিন কবি হিসেবে।
আর তাই প্রশ্ন জাগারই কথা অন্তরে
আসলে কবি কে?


কবি শব্দটিকে অনেক বিজ্ঞজনই হয়তো বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন।
স্বল্প পরিসরে অথবা বিষদ
নিশ্চয় তারা কবি (যে কোন কিসিমের) এবং আত্মোপলব্ধি থেকে।
আমায় শাসিত কিঞ্চিত উপলব্ধির জনক ‘বাংলা কবিতা ডট কম’
যা প্রথমে এখানে রাখাই সবচে’ শ্রেয় মনে করলাম।


কবি কে?


# প্রকৃতির রূপ অবলোকনের বিরল চোখের জ্যোতি।
   দুর্গম প্রবাহের সুতীক্ষ্ণ ভেদক পঞ্চবাণের গতি।


# দুঃখ পিষে অমৃত দানের চির ঘূর্ণমান ঘানি।
   মরুর বক্ষে ছটফটে প্রাণের বাঞ্ছিত শীতল পানি।


# সিন্ধু থেকে মুক্তা আহরণে দক্ষ ডুবুরীর ছাতি।
   স্নিগ্ধ বাতাসে মেঘালয়ে জাগা রঙিলা ঘুড়ির জ্ঞাতি।


# সভ্যতার সার বুকে বয়ে চলা তিন তক্তার তরী।
   জ্ঞানের তৃপ্তিতে জাতিকে জাগানোর অতন্দ্র প্রহরী।


# জননীর বোনা নকশি কাঁথার দুঃখ ‍সুখের খনি।
   সাম্যের ধারা জাগিয়ে রাখার অগ্নি চিরন্তনী।


আত্মোপলব্ধি থেকে সংক্ষেপে ছন্দাকারে কয়েকটি চরণ লিখলাম।
ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইতি টানছি!