কর্মের ধারায়
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@


রয় যেথা কাজ নিত্য জেগে
স্রোতের ধারার মতো,
ছলাৎ ছলাৎ ঢেউ খেলে সেই
বক্ষে অবিরত।


যতই আসুক ঘুণ বা জরা
সব ঘাতে হয় জনম খোঁড়া


নয়তো বা হয় শীর্ণ দেহী
বয়েই মরণ ক্ষত,
দৌড়ে চলে ক্ষণ সেথা তাই
দামাল ছেলের মতো।


=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫-০৪-২০২১ইং।