কর্মফল
বোরহানুল ইসলাম লিটন


লতিফার মুখে শুনি
মনুষ্যত্বের শিরোমণি
বিবেকের মাথা গেছে ফেটে,
জ্ঞান হারিয়েছে তাতে
ডাক্তারে হবে নিতে
ত্রস্ত পায়ে চললাম হেঁটে।


ঘুরে কত অলি-গলি
ডাক্তার ঈমান আলী
আগেই এসেছেন চলে,
বলে শোন ভাই সব
করো না এতো কলরব
এক্ষুণি জ্ঞান পাবে ফিরে।


বিবেক বেটা জেগে
ফুঁপে উঠিলেন কেঁদে
বলে কর্ম ফলে গেছি আমি ফেঁসে,
শোন আমার কথা
ক ভূ ভেবো না অযথা
উড়ে দিও না ক ভূ হেসে।


অপরের চরিত গাছে
কেউ দেখে ফেলে পাছে
তাই চুপিসারে ঢিল দিয়েছি ছুড়ে,
লাভ হয়নি তাতে
গাছের ডালের সাথে
এতদিন ছিল সেটা ঝুলে।


আজ যেতে ঐ পথে
কেউ ছিল না সাথে
ঢিল টা আসিল ফিরে,
মাথার উপর পরে
আলোটা নিল হরে
জ্ঞান তাই ফেলেছিলাম হারিয়ে।


সকাল বিকাল দুপুর
মজে তাড়নায় রিপুর
যাহা কিছু যাবে তুমি করে,
ভালো মন্দ বল্
হয়ে সেটা কর্মফল
একদিন পাবে তাহা ফিরে।


পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/১২/২০১৯ইং।